দুরন্ত ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।বুধবার(৬মে) সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক ছাত্র নেতা কেএম মনোয়ারুল ইসলাম বিপুল পিপিই প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম,সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার,যুগ্ম আহবায়ক এসএম রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়, আব্দুল মমিন,সলঙ্গা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসিম ও লাবুসহ বিভিন্ন নেতা কর্মী ।