আজ মঙ্গলবার দুপুর ১:২৯, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি
বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়ে ইউনূসের মন্তব্য
বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কোনো সমুদ্রবন্দর নেই, ফলে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা রয়েছে। চট্টগ্রামের দীর্ঘ উপকূলরেখার যেকোনো স্থানে নতুন সমুদ্রবন্দর নির্মাণের সুযোগ আছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন এবং বলেন, এটি শুধু পর্যটন নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এছাড়া, স্থানীয় লবণ উৎপাদন ও রপ্তানি সম্ভাবনা, বায়ু বিদ্যুৎ উৎপাদন এবং রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব নিয়েও আলোচনা করেন।