আজ বৃহস্পতিবার রাত ১২:৩৪, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাম্প্রতিককালে অনলাইন অ্যাকটিভিস্টদের করা মন্তব্য বা বিবৃতির ভিত্তিতে তাদের রাজাকার বা শাহবাগী বলে আখ্যা দেওয়ার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১৮ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
‘আজকে আপনাকে শাহবাগী, বা আমাকে শাহবাগী বা আরেকজনকে হেফাজতি, রাজাকার বলা হচ্ছে। কিন্তু শাহবাগের ঘটনা তো ঘটেছে। নতুন করে আবার তো তারা ইন্ধন নিয়ে নেমেছে। আবার পুলিশের সামনে হামলা করার প্রক্রিয়া তো আমরা দেখেছি। তাদেরকে কেন গ্রেপ্তার করা গেলো না? ঢালাওভাবে রাজাকার বলারও কোনো সুযোগ নেই। ঢালাওভাবে শাহবাগী বলারও কোনো সুযোগ নেই।’- মাসুদ বলেন।
তিনি আরও বলেন, ‘প্রচারণায় আমাদের ভূমিকা কি হবে সে ব্যাপারে আমাদের জামায়াত ইসলামী থেকে আমরা কয়েকবার আমাদের অ্যাক্টিভিস্টদের আমরা বলেছি যে অ্যাগ্রেসিভ কোনো কমেন্টস করা বা গালি দেওয়া যাবে না। পলিটিক্যাল ফর্মালিটি রক্ষা করতে হবে।’