আজ সোমবার রাত ২:৩০, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

‘নাটক বন্ধ করেন, নির্বাচন কবে বলেন’

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৪, ২০২৫ , ১:১৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ড. ইউনূস বিপ্লবী সরকার নন, তিনি অন্তর্বর্তীকালীন সরকার। তার মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন দেওয়া। কিন্তু তিনি স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করায় সমালোচনা করেছেন মাসুদ কামাল।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন দেওয়ার জন্য এসে সুনির্দিষ্ট প্ল্যান না বলাটা বিয়ের আসরে বসে কবুল না বলার মতো। অর্থাৎ, ড. ইউনূসের সরকারের নির্বাচনী রোডম্যাপ না জানানোর বিষয়েটি মূলত দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে তিনি উল্লেখ করেছেন।

এছাড়া, মাসুদ কামাল আরও বলেন, ড. ইউনূস নিজেও বিপ্লবী চেতনা ধারণ করেন কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নাটক বন্ধ করে দ্রুত নির্বাচনের সময় জানানোর আহ্বান জানিয়েছেন।