আজ সোমবার ভোর ৫:১৭, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে আজহারীর স্ট্যাটাস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই অভিযান সফল হওয়ার জন্য আশাবাদ জানিয়েছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।

এ সময় তার পোস্টের কমেন্টে ভক্তদের এমন অভিযানের প্রতি সমর্থন দিতে দেখা গেছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান, শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ অভিযানের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। তাই অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী অভিযান শুরু করবে।

মিজানুর রহমান আজহারীইসলামি বক্তাঅপরাধসন্ত্রাসী কার্যকলাপঅভিযানঅপারেশন ডেভিল হান্টযৌথ বাহিনীর অভিযানস্বরাষ্ট্র মন্ত্রণালয়