আজ সোমবার রাত ২:০৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট (এনআরএম), ফান্ডেড বাই ডব্লিউএফপি প্রকল্পে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে তিন থেকে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল কনজারভেশনসহ এনআরএম প্র্যাকটিসের কারিগরি বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট মনিটরিং, ইভ্যালুয়েশন ও রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিসসহ ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের (অটোক্যাড, এমএস প্রজেক্ট) কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৯৪,৫৩৮ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।