আজ সোমবার দুপুর ২:৩৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

‘আয়নাঘরে’ কোন রুমে ছিলেন, চিহ্নিত করলেন আসিফ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৬:৪৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আয়নাঘরে আটকে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে কোন কক্ষে আটকে রাখা হয়েছিল, তা চিহ্নিত করতে পারেন আসিফ মাহমুদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দুটি পেজে এ সংক্রান্ত ছবি শেয়ার করে নিজেই এ তথ্য জানান আসিফ মাহমুদ।

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এবং আয়নাঘরে আটকে রাখা হয়।

আসিফ মাহমুদ তাকে আটকে রাখা কক্ষের ছবি ছাড়াও আয়নাঘরে থাকা একটি ইলেকট্রিক চেয়ারের ছবিও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

এর আগে বুধবার পতিত আওয়ামী লীগ সরকারের গোপন কারাগার ‘আয়নাঘরে’র তিনটি স্থান পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দি থাকা ব্যক্তি, স্বজন ও গণমাধ্যমকর্মীরা।