আজ বৃহস্পতিবার রাত ২:০২, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলনে জানান, সোয়া তিনটার দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কামালবাগে একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এমন সংবাদও আমাদের কাছে আসেনি।