আজ সোমবার বিকাল ৫:৩৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম

দেশের সবচেয়ে ধনী জেলা, আর সবচেয়ে ধনী উপজেলা কোনটি?

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ৮:৪৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পল্টন। অন্যদিকে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, আর জেলা হিসেবে মাদারীপুর সবচেয়ে দরিদ্র।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, বিভাগীয় দারিদ্র্যের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্য রয়েছে, আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে নোয়াখালীতে সবচেয়ে কম ৬ দশমিক ০১ শতাংশ দারিদ্র্য রয়েছে।

উপজেলা হিসেবে মাদারীপুরের ডাসার ৬৩ দশমিক ০২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে, আর ঢাকার পল্টনে সবচেয়ে কম ১ শতাংশ দারিদ্র্য রয়েছে।