আজ সোমবার বিকাল ৫:০৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।
তিনি বলেন, “এই নির্বাচন বাংলাদেশের অর্ধশতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা এবং স্বচ্ছ নির্বাচন হতে হবে।”
সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো শক্তি, পক্ষ বা গোষ্ঠী যদি এই নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে বা নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই কেন্দ্রটি হবে আমাদের পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র। নির্বাচনকে সুষ্ঠু করতে কোনো ধরনের প্রভাবের স্থান নেই।”
তিনি আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল ৩০০ আসন পায়, তবে তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে সবার জন্য একটি উদাহরণ হতে হবে।”
বক্তব্যের শেষে সার্জিস আলম জানান, চলতি মাসেই তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে, যা সব শ্রেণী-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।