আজ সোমবার রাত ২:১১, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রশ্ন : ভুলক্রমে কারো মোবাইলে টাকা চলে এলে এবং প্রেরকের সন্ধান না পেলে করণীয় কী? যদি সন্ধান পাওয়া যায়, তাহলে টাকা ফেরত দেওয়া কি জরুরি?
-মাও. মুহাম্মদ ত্বকী, শুলকবহর, চট্টগ্রাম
উত্তর : ভুলক্রমে কারো মোবাইলে টাকা চলে এলে তা মালিকের সন্ধান নিয়ে মালিকের কাছে পৌঁছানো আবশ্যক। মালিকের সন্ধান পাওয়া না গেলে, যে নম্বর থেকে টাকা এসেছে ওই নম্বরে যোগাযোগ করে দায়মুক্ত হওয়ার লক্ষ্যে টাকা পাঠিয়ে দেবে। ফেরত দেওয়ার কোনো উপায় না হলে গরিবদের সদকা করে দিতে হবে। (বাদায়িউস সানায়ে : ৮/৩৩০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা