আজ সোমবার সকাল ১০:৫৬, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

বায়ুদূষণে আজ বিশ্বসেরা ঢাকা!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৯:৪৭ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্যমতে, ঢাকার বাতাসের মান সূচক (একিউআই) স্কোর ছিল ২৪০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২১১। তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, স্কোর ১৮০। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ স্থানে, একিউআই স্কোর ১৭৯। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পোল্যান্ডের ক্রাকাউ (১৭৭) এবং ইরাকের বাগদাদ (১৭০)।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক (একিউআই) নির্ধারণ করা হয় বাতাসে থাকা সূক্ষ্ম বস্তুকণা (PM2.5), কার্বন মনোক্সাইড, ওজোন, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের উপস্থিতির ওপর ভিত্তি করে।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সেটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।