আজ শুক্রবার রাত ৪:১৪, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেজবুকের এক পোস্টে লিখেন, মুশফিকুল ফজল আনসারীকে আমরা রাষ্ট্রদূত হিসেবে চাই না৷ তাকে একাধারে মেক্সিকোসহ উত্তর আমেরিকার ৭টি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়া হয়েছে৷ এটা তার জন্যে সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শুন্যতা সেটা মোদীর সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি৷
আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগসহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সাথে তার যে ঘনিষ্টতা রয়েছে সেটা সরকারের কাজে লাগানো উচিত৷ সরকারে রাখতে চাইলে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি থাকলো৷