আজ শুক্রবার দুপুর ১:৪৮, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশ কি এতোই অসহায় হয়ে গেলো?

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। বর্তমানে দেশের বাইরে আছেন। তবে বিভিন্ন সময় তাকে দেখা যায় ইতিবাচক রূপ হিসেবে।

সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে কিশোর গ্যাং ও পুলিশ প্রসঙ্গ তুলে একটি পোস্ট শেয়ার করেন তিনি।

যেখানে তিনি লিখেছেন, বিভিন্ন জায়গা থেকে কিশোর গ্যাংদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি আরো লিখেছেন, পুলিশ কি এতোই অসহায় হয়ে গেলো যে কিশোর গ্যাংদেরকেও সাইজ করতে পারে না।

তার এমন পোস্ট অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন রকমের কমেন্ট করছে ফেসবুক ব্যবহারকারীরা।

 

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, পুলিশের মাঠ পর্যায়ে অনেক বেশি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

অন্য একজন লিখেছেন, পুলিশ তো পরিবর্তন হয়নি তাই, ইচ্ছে করেই এমন করছে যেন দেশ অশান্ত থাকে।