আজ সোমবার সন্ধ্যা ৭:২৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

আ’লীগের দোসররা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। রোববার দিবাগত রাত ৩টায় বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদের কঠোর হস্তে দমন করা হবে। ছাড় দেয়া হবে না। আগামীকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব। আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না।
রবিবার রাতে বনশ্রীর ছিনতাইয়ের ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এতে দোসররা জড়িত। ঘটনাটি বনশ্রী এলাকায়, আমার নজরে আছে। সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত, সে পরিমাণ হয়তো হচ্ছে না। বাসে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার চলতে থাকবে।”সেনাবাহিনীকে যে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করছে। সবাই কাজ করছে বলেই পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।