আজ শুক্রবার রাত ২:৫০, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এনডিটিভি কীভাবে সবার আগে জানতে পারলো যে বিডিআর এর ডিজিসহ চারজন মারা গেছেন?: অবসরপ্রাপ্ত মেজর জসীমউদ্দিন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৫ , ৮:৪৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, অবসরপ্রাপ্ত মেজর জসীমউদ্দিন একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বলেন, “এনডিটিভি কীভাবে সবার আগে জানতে পারলো যে জেলার শাকিলসহ চারজন মারা গেছেন? এর মানে হল যে তাদের লোক ডিভাইস, জিপিএস নিয়ে ভেতরে লুকিয়ে ছিল।

 

২৫ তারিখ রাত থেকে ২৬ তারিখ সকাল ৩টা পর্যন্ত ঘটনাটি নৃশংসতার ভয়াবহ রূপ নেয়। কারণ আমি গণকবর বের করেছি। ৩টি সিভিল মাইক্রোবাস এসে দাঁড়িয়ে ছিল, যাদের কোঅর্ডিনেটর ছিলেন আমাদের মিলিটারি অফিসাররা, যেমন জাকির কবির নানক এবং মির্জা আজম।” তিনি আরও বলেন, “যখন পুরো ঘটনা একটি পরিকল্পনার অংশ হিসেবে চলছিল, তখন এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, আমাদের বিদ্রোহ দমন করতে ২০ মিনিটের বেশি সময় লেগেছিল।

” তিনি ব্লাংক ফায়ারের জন্য আর্টিলারি গান ব্যবহারের কথাও তুলে ধরেন। তার মতে, “ভেতরে যারা ছিলেন, তারা সবাই হত্যাকারী ছিলেন।” তিনি বলেন, “টেলিভিশনের আর্কাইভে আমাদের ঘোষণাগুলো রয়েছে। ২৫ তারিখে ডিজি সহ চারজন মারা গেছেন।” সাংবাদিকরা ঝিগাতলার গেট খুলে দেওয়ার জন্য ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিলেন।