আজ শুক্রবার রাত ২:৪৫, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না: আসিফ নজরুল

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২, ২০২৫ , ৮:৫৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক আ্যকাউন্টে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধর একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছে, যেখানে লেখা ছিলো; সবাই পোস্ট দিচ্ছে,’ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’

আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মুগ্ধর সামনেই আমরা কতো ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।

আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাদবে, অবশ্যই কাদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না। হাজারটা সন্তানের মা আজকে কাঁদব, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না।