আজ মঙ্গলবার দুপুর ২:০২, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পেতে যে আমল করবেন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৯, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : ধর্ম

আমাদের চারপাশে ইদানিং কুফরি, জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিকের প্রবণতা বেড়ে চলেছে। এসব বেশিরভাগেরই উদ্দেশ্য থাকে খারাপ। এ ধরণের বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় হলো শরিয়াহ সম্মত ইবাদত।

মহানবী (সা:) সকাল সন্ধ্যায় যে দোয়া গুলো পড়তেন, সেগুলো নিয়মিত পড়লেই ব্ল্যাক ম্যাজিক থেকে সুরক্ষিত থাকা যাবে। যেমন: দুয়া ইউনুস পড়া, চার কুল পড়া ইত্যাদি।

তাছাড়া , কোনো ব্যক্তি যদি চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ রোজা রাখেন তাহলে আল্লাহ তায়ালা তাকে হেফাজত করবেন, কোনো জাদুকরই তার কোনো ক্ষতি করতে পারবে না। এই রোজাকে বলা হয়, আইয়ামে বীজের রোজা। আইয়ামুল বীজ অর্থ হলো- ‍উজ্জল দিবস। এই তারিখের রাতগুলো চাঁদের আলোয় বেশি উজ্জল থাকে, তাই এই নামকরণ।