আজ সোমবার সকাল ৮:২৮, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৭ হিজরি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিয়ার বিদ্রোহ মামলার এক আসামী মারা গেছেন। তার নাম শেখ জোবায়ের হোসেন (৬৫)।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কারারক্ষিরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাসূত্রে জানা যায়, জোবায়ের হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার দরগাইপির গ্রামে। বিডিয়ার বিদ্রোহ মামলার আসামী ছিলের তিনি। তার কয়েদী নম্বর ৬২৪২/এ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।