আজ সোমবার রাত ৪:১৫, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৭ হিজরি

উন্নত চিকিৎসা নিতে চীন গেল বাংলাদেশি রোগীদের প্রথম দল

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১০, ২০২৫ , ৪:২৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

উন্নত চিকিৎসাসেবা নিতে বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশি রোগীদের প্রথম দল। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

এসময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাচকে চীনে পাঠাতে পেরে আমরা আনন্দিত।

আমরা জানি বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সে কারণে অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের ফলে বাংলাদেশিরা চীনে খুব সহজেই উন্নতমানের চিকিৎসা নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে জসীম উদ্দিন বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ।

এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন।
তিনি আরো বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুদেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে।

প্রতিনিধিদলে ১৪ জন রোগী, ছয়জন রোগীর পরিবারের সদস্য, পাঁচজন চিকিৎসক, পাঁচজন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও একজন সাংবাদিক রয়েছেন।
চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। সেখানেই রোগীরা চিকিৎসা নেবেন। রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নিয়েছে চীন সরকার।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার সাম্প্রতিক চীন সফরকালে জনস্বাস্থ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছিলেন এবং চীনকে চীনকে অনুরোধ করেন যেন—বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা চীনে সহজতর করা হয় এবং সহায়তাপ্রাপ্ত হাসপাতাল প্রকল্পগুলো যথাযথ বিবেচনা করে।