আজ সোমবার সকাল ৯:০১, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি
কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেন এনডিসি সম্প্রতি জানিয়েছেন, “শুধুমাত্র বিশেষ বন্দী নয়, যেকোনো বন্দীর ক্ষেত্রেই আমরা ছাড় দিচ্ছি না এবং এটি জোরদার করার জন্য কাজ করছি।”
তিনি বলেন, “যদি কেউ দাবি করেন যে বন্দীরা বাসার খাবার খাচ্ছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাসার খাবার কেউ খাচ্ছেন না।”
তিনি আরও বলেন, “যদি কেউ বলেন, বিশেষ বন্দীরা কারাগারে মোবাইল ফোন ব্যবহার করছেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, এমন কিছু কারাগার রয়েছে যেখানে আমি বিশেষ ব্যবস্থা করে রেখেছি এবং সেখানে তারা কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এটি আমি নিশ্চিত। তবে, তারা অন্য কারাগারে মোবাইল ব্যবহার করছেন কিনা, সে ব্যাপারে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।”
মোহাম্মদ মোতাহার হোসেন জানান, “বন্দীরা রিমান্ডে বা আদালতে গেলে, তখন তাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। কারাগারের ভেতরে কী হচ্ছে, সে ব্যাপারে আমি ১০০% নিশ্চয়তা দিতে পারি, কিন্তু বাহিরের খবর সম্পর্কে আমি আত্মবিশ্বাসী হয়ে কিছু বলতে পারছি না।”