আজ মঙ্গলবার বিকাল ৩:৫৭, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি
আন্তর্জাতিক অপরাধ আদালত তথা আইসিসির গ্রেফতারি পরোয়ানার জেরে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, রদ্রিগোর মতো পরিণতি শেখ হাসিনার কবে হবে? কারণ তিনিও ব্যাপকভাবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মারুফ কামাল লেখেন, ‘ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ফিলিপাইন সরকার তাকে আটক করে। দুতার্তের শাসনামলে মাদক নির্মূলের নামে পুলিশের হিসেবেই ছয় হাজারের মতো মানুষকে বিনা বিচারে মেরে ফেলা হয়। বেসরকারি পর্যবেক্ষকদের হিসেবে এভাবে হত্যার সংখ্যা আরো অনেক বেশি। দুতের্তেকে হুকুমের আসামী করা হয়েছে।
তিনি আরও লেখেন-হাসিনাও তার ফ্যাসিস্ট রেজিমে মাদক নির্মূলের নামে এমন অনেককেই মেরেছেন বিনাবিচারে। জুলাই-আগস্ট বিপ্লব দমাতে হত্যা করিয়েছেন প্রায় দু’হাজার। মাওলানা সাঈদীকে ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দমাতে, শাপলা চত্বরে হেফাজত নিধনে, অন্যান্য বিক্ষোভ দমাতে কত জীবন হাসিনা কেড়েছেন এবং কতো বিরোধীমতের মানুষকে গুম-খুন করিয়েছেন তার লেখাজোকা নেই। আইসিসি কবে তাকাবে হাসিনার এইসব মানবতাবিরোধী অপরাধের দিকে?