আজ রবিবার রাত ১০:২৭, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাদের উচিত তওবা করা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৩, ২০২৫ , ১০:২৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

জাতীয় নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থা করা হলো, এরপর তাকে গ্রেফতার করা হলো। পরে একটি মব তৈরি করে তাকে ওখান থেকে বের করে এনে কোরআন তার হাতে তুলে দেওয়া হলো এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো।

তিনি আরও বলেন, আমি জানি না, যারা এই কাজটি করলেন, তারা কি বুঝতে পারছেন যে তারা কোরআন অবমাননা করেছেন? কোরআন তো আমারও ধর্মগ্রন্থ। আমার ধর্মানুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এতে।

পুলিশ এই মুহূর্তে দুর্বল বলে তিনি বলেন, আপনি একজন অপরাধপ্রবণ ব্যক্তিকে বের তো করলেনই, যেহেতু পুলিশ এই মুহূর্তে দুর্বল, শুধু তাই নয়, তাকে ফুলের মালাও পরিয়ে দিয়েছেন।

এছাড়াও তিনি বলেন, ওখান পর্যন্ত হয়তো আমি উপেক্ষা করতে পারতাম, কিন্তু আপনি যখন কোরআন শরীফ তার হাতে দিলেন, তখন আমার পবিত্র ধর্মগ্রন্থকে আসলে অপমান করা হলো।

সবশেষ তাদের তওবা প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপমান করা হলো। অথচ এরাই যেকোনো কিছু হলে ‘কোরআন অবমাননা’ বলে রাস্তায় নেমে পড়ে। ঠিক আছে, তাহলে তারা এটি কেন করলেন? আমি জানি না। তাদের উচিত তওবা করা।