আজ মঙ্গলবার দুপুর ১:২৩, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৭ হিজরি
শাহবাগীবিরোধী ঐক্যের আয়োজনে শাহবাগে একটি গরু আনা হয়েছে। জানা গেছে শাহবাগীদের প্রতীকী হিসেবে এই গরুটিকে চিহ্নিত করা হচ্ছে।
শাহবাগীরা গোসল করে না, এই দাবিতে গরুটিকে গোসল করানো হয়েছে। শাহবাগীদের নাম নিয়েই গরুটিকে জবাই দেয়া হয়েছে। এই গরুটির মাংস দিয়েই আজকে ইফতার মাহফিল হবে। ইফতার মাহফিলে থাকবে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত থেকে বাংলাদেশে যাদেরকে যুদ্ধাপরাধী বলে ফাঁসি দেয়া হয়েছিলো সেই সকল পরিবারের সদস্যরা থাকবে।
গরু জবাইয়ের মাধ্যমে তারা বার্তা দিতে চায় যে আর একটাও শাহবাগী যাতে তৈরি না হয়।
ইফতার মাহফিলে উপস্থিত থাকবে হুম্মাম কাদের চৌধুরী, শামিম সায়েদী এবং ২৪ এর গণঅভুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবার থাকবে।
জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে শাহবাগবিরোধী ঐক্য। গরুটির গায়ে লেখা ছিলো শাহবাগী। প্রতীকী হিসেবে গরুটিকে গোসল করানো হয়।