আজ বৃহস্পতিবার রাত ২:১১, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কোনো সমুদ্রবন্দর নেই, তাই বাংলাদেশের বন্দর ব্যবহার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রধান উপদেষ্টা কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন, লবণ রপ্তানি সম্ভাবনা এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বিষয়েও আলোচনা করেন। স্থানীয় অর্থনীতির বিকাশে সম্ভাবনাগুলো কাজে লাগানোর আহ্বান জানান তিনি।