আজ রবিবার রাত ৮:১৯, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

ইউনূস সাহেব ইতিহাসের বৈরাম খাঁ: ফজলুর রহমান

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৬, ২০২৫ , ৯:৫০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোহাম্মদ ইউনূসকে ইতিহাসের বৈরাম খাঁ বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।

শনিবার (১৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইউনূস সাহেবের মত নোবেলজয়ীর এখনই হুঁশ হওয়া উচিৎ। নাহলে উনি কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা দিয়ে যেতে পারবেন না। এবং উনি নিরপেক্ষ থাকতে পারবেন না। উনাকে আমি বলবো এই অন্ধকার টা সরানোর জন্য আপনার হাতে একটা শেষ অস্ত্র আছে। সেই শেষ অস্ত্রটা হল, উনি সব মানুষকে ডেকে বলবেন সবাই আসেন আমার সাথে, আমি সবারই নেতা। কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে, কিভাবে এটার সাথে যুক্ত হতে চান আপনারা বলেন। তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটি জাতীয় নির্বাচন দিয়ে দেন।’

ফজলুর রহমান বলেন, ‘ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উনি যদি ফেয়ার নির্বাচন দিতে পারে, যা দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। কারণ তিনি হলেন ইতিহাসের বৈরাম খাঁ। এরা কখনই ইতিহাসে মেজর রোল প্লে করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসে বেসিক রোলটা প্লে করে সম্রাট আকবররা। তবুও আমি আশা করি ইউনূস সাহেব ভালো মানুষি করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেবে। আর জনগণ সিদ্ধান্ত নেবে এই দেশে তারা কাকে, কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসেবে রাখবে। এবং আমার ধারণা এখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি ই সেই দল।’