আজ সোমবার রাত ৪:১৩, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৬, ২০২৫ , ১২:১০ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

চার দিনের সফর শেষে আজ রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে আজ সকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসেন।

গত শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজার সফর করেন। সেখানে তারা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন।
সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি।

পরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব। সংবাদ সম্মেলনের পর তারা ইফতার ও আর্লি ডিনার সেশনে অংশ নেন।