আজ মঙ্গলবার রাত ৯:১১, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ড. ইউনূস চায় না স্বৈরাচার বিরোধী দেশ গড়তে: মাসুদ কামাল

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৯, ২০২৫ , ১১:১৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

অন্তর্বর্তী সরকারই চায় না গণঅভ্যুত্থানের চেতনা অর্থাৎ স্বৈরাচার বিরোধী দেশ গড়তে। বলেছেন সাংবাদিক মাসুদ কামাল।

মঙ্গলবার (১৮ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্য টক-শোতে আলোচনার এক পর্যায়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ছিলো স্বৈরাচারবিরোধী একটা চেতনা। স্বৈরাচার কে তার চেহারার দিকে আমরা তাকাবো না। তার কাজের দিকে তাকাবো। আমরা স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই। এটা ড. ইউনূসই চায় না।

স্বৈরাচার বিরোধী সরকার না চাওয়ার পেছনে ড. মুহাম্মদ ইউনূসের কি উদ্দেশ্য জানতে চাইলে মাসুদ কামাল বলেন, ‘সে এরকম একটা পরিবর্তনকে সহ্য করতে পারবে না। ঐ রকম একটা পরিবর্তনকে সে বহন করতে পারবে না। দুইজন ছাত্রকে লোভের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন দুইজনকে উপদেষ্টা বানিয়ে। ছাত্র ঐক্য ধ্বংস করে দিয়েছে। তারপর এই ছাত্রগুলোকে একটা রাজনৈতিক দল বানাতে বলছে। তাদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছে।’