আজ বুধবার সকাল ৮:৫৪, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার জানা গেলো সত্যতা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৪, ২০২৫ , ১:১৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এবি পার্টির চেয়ারম্যানের পক্ষে সংবাদমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মজিবুর রহমান বলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া। তিনি আরও জানান, এটি একটি প্রোপাগান্ডার অংশ হিসেবে ছড়ানো হয়েছে।

এর আগে রোববার (২৩ মার্চ) দিনগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।