আজ রবিবার ভোর ৫:৩৮, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার, উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।
শুক্র ও শনিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত তিন জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আটকরা গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে।
পুলিশ জানায়, মোল্যা নজরুল ইসলাম ছাড়া বাকি তিন জন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত।