আজ রবিবার ভোর ৫:৫১, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি
যতদিন পর্যন্ত শয়তান থাকবে ততদিন ‘ডেভিল হান্ট’ অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ফার্মগেটের খামারবাড়ির মৃত্তিকা ভবন উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে।
গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা গাজীপুরের ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
তবে, সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়টি জানতে চাইলে এ বিষয়ে অবগত নয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঘটনা যাই হোক, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসময় পাঁচ জন পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।