আজ রবিবার রাত ১০:০৪, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। আর উপহার ছাড়া কী প্রেম জমে, কখনোই না। তাই প্রিয় মানুষটিকে ফ্রেন্ডলি বাজেটে আজ উপহার দিতে পারেন চকলেট। কারণ আজ (৯ ফেব্রুয়ারি) চকলেট দিবস। আজকের দিনে ছোট্ট এই উপহারটি মন ভালো করে দিতে পারে প্রিয়জনের।
জানা যায়, ষোড়শ শতাব্দীতে ইউরোপে চকলেট জনপ্রিয়তা পায়। শুরুতে চকলেটের স্বাদ তেতো ছিল। চকলেটের স্বাদ কেবল অসাধারণই নয় এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। মানসিক স্বাস্থ্যও ভালো রাখে চকলেট। প্রিয়জনকে চকলেট বক্স ছাড়াও আর কী কী উপহার দিতে পারেন, জেনে নিন।
চকলেট কেক: চকলেট দিবসে প্রিয়জনকে চকলেট কেক উপহার দিতে পারেন। কেক উপহার দিলে এর সঙ্গে একটি মিষ্টি বার্তা দেওয়ারও সুযোগ পাবেন। কেকের ওপর লিখে দিতে পারেন প্রেমের কোনো কবিতা।