আজ রবিবার রাত ৪:২৬, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি
হাসিনাকে ফেরত না পাঠালে ভারতীয়দের বাসা ভাড়া দিতে নিষেধ করলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর ১২ ফেব্রুয়ারি, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
“ফ্যাসিস্ট হাসিনা ও দোসরদের ভারত ফেরত না পাঠালে, বাংলাদেশে ভারতীয়দের বসবাস কঠিন হয়ে যাবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভারতীয়দের বাসা ভাড়া না দিয়ে তাড়িয়ে দিন।”
উল্লেখ্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পাড়ি দেন।শেখ হাসিনার সরকারের পতন এবং ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।