আজ সোমবার সকাল ১১:৩৫, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
একে অপরের সঙ্গে মারামারি করে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
তিনি বলেন, “স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের মধ্যে যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে, আর বাকিদের নিজেদের দলে টেনে নিতে হবে।” সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অনেকেই অভিযোগ তোলে যে “সরকার স্বৈরাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না,” কিন্তু বাস্তবে স্থানীয় পর্যায়ে কেউই যথাযথ ভূমিকা রাখছেন না। প্রধান উপদেষ্টা বলেন, “তাদের জয় করতে হবে, বোঝাতে হবে যে তাদের পথ ভুল ছিল। যারা অপরাধী, তাদের অবশ্যই আইনের হাতে সোপর্দ করা হবে। তবে যারা অপরাধী নয়, তাদের সঙ্গে মিশে যেতে হবে, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “এই দেশ আমার একার নয়, তোমারও। আমরা কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের নিশ্চিহ্ন করব অথবা আইনের হাতে তুলে দেব।” প্রধান উপদেষ্টা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংঘাতের বদলে পারস্পরিক বোঝাপড়া ও আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন বাংলাদেশের পথ।”