আজ সোমবার দুপুর ২:৪৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আযমী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

অন্তর্বর্তী সরকার গঠনের ছয় মাস পর আয়নাঘর পরিদর্শনের যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক টকশোতে প্রধান উপদেষ্টা আয়নাঘর দেখতে যেতে ছয় মাস কেন দেরি করলেন, সে প্রসঙ্গে কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর দেখতে যেতে ছয় মাস দেরি হওয়া প্রসঙ্গে আযমী বলেন, সরকারপ্রধানের অনেক কাজ থাকে। আয়নাঘর দেখতে যাওয়া তার টপ প্রায়োরিটি কখনোই হতে পারে না। এটা আমার কমন সেন্স থেকে বলছি। এ প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন।

একই প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে গুম কমিশন সেপ্টেম্বর অথবা অক্টোবরে একবার আয়নাঘরে গিয়েছে। সেপ্টেম্বরে তারা (গুম কমিশন) আমার ইন্টার্ভিউ নিয়েছিল। ইন্টারভিউর বর্ণনা অনুযায়ী তারা রুমগুলো খুঁজে পেয়েছিল ।

একটা বিতর্কিত প্রশ্ন উঠছে, এতদিন পর কেন গেলেন? এ প্রশ্নের জবাবে আযমী বলেন, আমরা আবেগি জাতি, আমরা আবেগ দিয়ে বেশি পরিত্যক্ত হই।