আজ সোমবার সন্ধ্যা ৬:৩৮, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পল্টন। অন্যদিকে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, আর জেলা হিসেবে মাদারীপুর সবচেয়ে দরিদ্র।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, বিভাগীয় দারিদ্র্যের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্য রয়েছে, আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে নোয়াখালীতে সবচেয়ে কম ৬ দশমিক ০১ শতাংশ দারিদ্র্য রয়েছে।
উপজেলা হিসেবে মাদারীপুরের ডাসার ৬৩ দশমিক ০২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে, আর ঢাকার পল্টনে সবচেয়ে কম ১ শতাংশ দারিদ্র্য রয়েছে।