আজ রবিবার রাত ১০:০৫, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

বিতির নামাজে দোয়ায়ে কুনুত না পারলে করণীয় কী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ৪:৪৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : ধর্ম

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরা-কেরাত, দরুদ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরাসহ বিভিন্ন দোয়া পড়া হয়। নামাজে এসব পড়া আবশ্যক। এমন দোয়ার মতো আরেকটি আমল হল- দোয়া কুনুত।

দোয়া কুনুতকে মূল্যবান দোয়াগুলোর মধ্যে থেকে অন্যতম মনে করা হয়। এটি বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর পাঠ করতে হয়।

বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। তবে শুধু প্রসিদ্ধ দোয়াটি

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

পড়া ওয়াজিব নয়; বরং তা পড়া সুন্নত। তাই যথাসম্ভব এ দোয়াটি পড়ারই চেষ্টা করবে। তবে দোয়ায়ে কুনুত হিসেবে যে কোনো দোয়া-ইস্তিগফার পাঠ করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে।

ইবরাহীম নাখায়ী রহ. বলেন– বিতিরের কুনুতের জন্য বিশেষ কোনো দোয়া নির্ধারিত নেই; বরং তাতে যে কোনো দোয়া-ইস্তিগফার পড়া যায়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩০৩২৮)

অতএব, প্রসিদ্ধ এ দোয়াটি যদি কারো জানা না থাকে, তবে তিনি দোয়া হিসাবে–

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.

–পড়তে পারেন। কিংবা তিনবার اَللّهُمَّ اغْفِرْلِيْ বা يَا رَبِّ-ও পড়ে নিতে পারেন।

এসব দোয়া দ্বারাও ওয়াজিব আদায় হয়ে যাবে।