আজ সোমবার দুপুর ২:০৭, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের জন্য আনা ২৪টি গাড়িসহ ৪৪টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে সোমবার। এ দিন দুপুর ২টায় নিলামের দরপত্র উন্মুক্ত করার কথা রয়েছে।
এর আগে রোববার দুপুর ২টা পর্যন্ত গাড়িগুলো নিলামে কিনতে চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে দরপত্র দাখিল করেছেন আগ্রহী ক্রেতারা। ইতোমধ্যে নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে।
নিলামযোগ্য ৪৪টি গাড়ির মধ্যে রয়েছে- জাপানের তৈরি ২৬টি ল্যান্ড ক্রুজার, ৫টি টয়োটা হ্যারিয়ার, ২টি টয়োটা র্যাভ ফোর, ১টি টয়োটা এস্কোয়ার এবং চীনের তৈরি হেভি ডিউটি সিনো ১০টি ডাম্পট্রাক। গাড়িগুলোর মধ্যে ২৪টি ল্যান্ড ক্রুজার একেবারেই নতুন। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের জন্য আনা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা দুটি ল্যান্ড ক্রুজারের মধ্যে একটির মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা। ২০২২ মডেলের ২ হাজার ৪৮৭ সিসির একটি হ্যারিয়ার গাড়ি ৭৬ লাখ ১৪ হাজার ৬৭৩ টাকা, একই মডেলের ১ হাজার ৯৮৬ সিসির হ্যারিয়ার আইচি ৮২ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা, ২০২০ মডেলের ১ হাজার ৯৮৬ সিসি গাড়ি ৬১ লাখ ৬১ হাজার ৩৪৯ টাকা, ২০১৯ মডেলের ১ হাজার ৯৮৬ সিসি আরেকটি হ্যারিয়ার গাড়ি ৫৫ লাখ ৫১ হাজার ৪৮২ টাকা এবং ২০১৮ মডেলের ১ হাজার ৯৮৬ সিসি আরেকটি হ্যারিয়ার গাড়ির মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা।
দুটি র্যাভ ফোরের মধ্যে ২০১৯ মডেলের মডেলের মূল্য ৫৪ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকা এবং ২০২০ মডেলের গাড়ির মূল্য ৫৬ লাখ ২২ হাজার ১০৭ টাকা ধরা হয়েছে।
২০১৯ সালের মডেলের ৯৮৬ সিসি টয়োটা এস্কোয়ারের দাম ৩০ লাখ ৩৮ হাজার ১৬৮ টাকা এবং চীনের তৈরি ১০টি হেভি ডিউটি সিনো ডাম্পট্রাকের ৬টির প্রতিটির মূল্য ৮৫ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা এবং বাকি ৪টির প্রতিটির মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৬৭ হাজার ৭৮১ টাকা করে।
গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। মাঝে গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেনে আগ্রহীরা।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ২৪টি গাড়িসহ ৪৪ গাড়ির অনলাইন নিলাম আহ্বান করা হয়েছিল। সোমবার দরপত্র উন্মুক্ত করার তারিখ ধার্য রয়েছে। প্রত্যাশা অনুযায়ী দর পাওয়া গেলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বিগত সরকারের মন্ত্রী-এমপিদের জন্য শুল্ক সুবিধায় আনা গাড়ির মধ্যে ২৪টি ছাড় করতে পারেননি সংশ্লিষ্টরা। এর আগেই সরকার পতন হওয়ায় তারা গাড়িগুলো ছাড়ের যোগ্যতা হারান। যে কারণে কাস্টম হাউস নিয়ম অনুযায়ী সরকারি রাজস্ব আহরণের লক্ষ্যে গাড়িগুলো নিলামে তুলেছে।