আজ সোমবার সকাল ১১:২৫, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

তথ্য ফাঁস ঠেকাতে এনআইডি ভেরিফিকেশনে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ৮:৫৪ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

এনআইডির সার্ভার থেকে সরাসরি আর কেউ তথ্য পাবে না’ জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে আর কোনো প্রতিষ্ঠানকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেয়া হবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার নির্বাচন ভবনে এনআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

হুমায়ুন কবীর বলেন, ‘আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেতো, এরপর তারা যাচাই করতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য যাচাই আমরা অনলাইনের মাধ্যমে করে দেবো। নাম ও জন্মতারিখ দেয়ার পর ম্যাচ অথবা নো ম্যাচের মাধ্যমে তাদের এনআইডির তথ্য যাচাই করে দেবো আমরা।’

তিনি বলেন, ‘তথ্য যাচাইয়ে আমাদের সিস্টেমে অনুরোধ পাঠাবে। এগুলোর মধ্যে আমরা কোনটি ভুল কোনটি সঠিক, তা বলে দেবো। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী আমরা ব্যক্তির ছবি দেয়ার বিষয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে ব্যাংক বা এ ধরনের প্রতিষ্ঠানগুলো ব্যক্তির ছবিও দেখতে পাবেন। আমরা বলেছি এটা দেয়া সম্ভব।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সময়, যেকোনো প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানের সিস্টেম চেক করতে পারবেন। যাতে ওই সিস্টেমের কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়।’

সূত্র : বিবিসি