আজ সোমবার সকাল ১১:৩৪, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ফ্রান্স ২৪ শো’তে সাক্ষাৎকারের অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, ফ্রান্স ২৪ এ এটা আমার দ্বিতীয় প্রোগ্রাম। প্রথমটা ছিলো ৫ আগষ্ট। তুমুল উত্তেজনার সময়ে, আমি রিপাবলিকে বক্তৃতা দিয়ে ওইখানে যাবার কথা ছিলো একটা সংবাদ পর্যালোচনায় আরো দুইজনের সাথে কথা বলার স্লট ছিলো। সব মিলিয়ে ছয় সাত মিনিট। আমি ভিড়ের চাপে বের হয়ে গাড়ি পর্যন্ত পৌছাতে পারছিলাম না। ঘেমে নেয়ে যখন পৌছালাম তখন শুরু হচ্ছে প্রচার। হুড়মুড়িয়ে ঢুকেছিলাম স্টুডিওতে। খুব একটা ভালো করে খেয়াল করা হয়নি।
আজকে সময় নিয়ে উপস্থিতি। আমাকে বলা হয়েছিলো আমার একটিভিজম আর বই নিয়ে আলাপ হবে। জানিয়ে রাখা হয়েছিলো আমার বাসায় সকালে সাড়ে আটটায় গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি এলো তার আগেই। ওদের অফিসে পৌছালাম একজন তরুণী অভ্যর্থনা জানালো। তারপরে আমাকে নিয়ে একটা মেকআপ রুমে ঢুকালো। মেকআপ দিয়ে আমার মাইক্রোফোন ফিট করিয়ে স্টুডিওর সামনে বসিয়ে রাখলো। সময় হলে ঢুকলাম। আমাকে এংকর বসতে ইংগিত করে স্ক্রিনে কথা বলতে থাকলো। কথা শেষ করে কয়েক সেকেন্ড বিরতি নিয়ে বললো এইবার তুমি লাইভ হবে।
চারিদিকে ডিজিটাল স্ক্রিন। নানা ভিডিও চলছে। ইমেজ আসছে। একটা মূল ক্যামেরা, এই মুল ক্যামেরার সাথে টেলিপ্রম্পটার সাথে আরো তিন চারটা ক্যামেরা। কোথাও ক্যামেরাম্যান নেই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করছে পজিশন বদলাচ্ছে। আলোগুলোও নিজেরাই ফোকাস করে নিচ্ছে। প্রশ্নের মধ্যেই দেখলাম বিশাল স্ক্রিনে আমার ইউটিউবের ভিডিও চলছে। কথা বলতে বলতে বড় স্ক্রিনে ময়ুখ চৌধুরীর ভিডিও দেখে আমি মোটামুটি বিষম খেলাম। হাসিও এসেছে কিছুটা ডিস্ট্রাক্টেড হয়েছি কথা বলতে বলতে। বুঝলাম ওই স্ক্রিনের দিকে তাকানো যাবেনা।
এইরকম স্টুডিও বাংলাদেশে ছিলোনা আমি যখন বাংলাদেশে। এখন হয়েছে কিনা জানিনা।
যাই হোক, প্রশ্ন উত্তর শেষ হলে, সঞ্চালক অন্য বিষয়ে গেলো। আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো উঠবো কিনা। আমাকে হাত দিয়ে ইশারা করলো সঞ্চালক বসে থাকতে। একটু পরে উনার কথা বলা শেষ হলে, স্ক্রিনে যখন অন্য ভিডিও চলতে শুরু করলো তখন উঠে এসে আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। তখন স্ক্রিনে অন্য কোন ভিডিও চলছে। আসার সময়েও দুয়ারে প্রস্তুত গাড়ি। ফ্রান্স ২৪ কাউকে খাম দেয়না। বিশাল বড় বিল্ডিং চারটা ভাষায় সম্প্রচার হচ্ছে রাতদিন, ফ্রেঞ্চ, আরবি, ইংরেজি আর স্প্যানিশ। কতগুলো স্টুডিও আছে আল্লাহই জানে। বের হবার সময়ে দেখলাম এই স্টুডিওর পিছনে যেই রুম থেকে সবকিছু চলানো হচ্ছে সেইখানে আট দশজন কাজ করছে বিশাল বিশাল প্যানেলের সামনে।