আজ সোমবার সকাল ৮:৩৭, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

দুপুর থেকে যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ১১:০৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) দুপুর থেকে ৯ ঘণ্টা গ্যাস থাকবে না। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২”×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর, মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল