আজ সোমবার সকাল ৮:১৯, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দের বার্তা ছড়াবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ১১:৪৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়।মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই মসজিদ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার জন্য সক্রিয় থাকার আহ্বান জানান। ড. খালিদ আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। তিনি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেন

তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মসজিদ মানুষের নৈতিকতা উন্নয়ন করে এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ায়। তিনি মসজিদগুলোর প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান।

পেকুয়া উপজেলা মডেল মসজিদ ৯৫০ মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন, যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এই মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, ইমাম প্রশিক্ষণ, অটিজম কর্নার, এতিমখানা, ইসলামিক রিসার্চ সেন্টারসহ বিভিন্ন সেবা রয়েছে।