আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৮, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

আলেমদের যে পরামর্শ দিলেন ইলিয়াস হোসাইন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ১১:৫৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসাইন। আলেমদের পরামর্শ দিয়ে তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে সেখানে বিভিন্ন বিষয় উল্লেখ করে লিখেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক একাউন্টে আলেমদের পরামর্শ দিয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, জামিনে আসা কোন আলেমকে যদি এরপর আর কোন গোয়েন্দা সংস্থার পরিচয়ে ফোন করে কোন ইন্সট্রাকশন বা থ্রেইট বা পরামর্শ দেয়ার চেষ্টা করে তাহলে কল রেকর্ড করে রাখার পরামর্শ থাকলো৷

আরো লিখেছেন, মেজর-কর্নেল পরিচয় দিয়ে ওদেরকে জা’ওরা’মি করতে কে বলছে ওইটা ওদেরকে শিখায়ে দেয়া হবে৷

সেনাবাহিনীর কথা উল্লেখ করে লিখেছেন, সেনাবাহিনী ওদেরকে এই দায়িত্ব দেয়নি, ওরা নিজেদের চুলকানিতে এগুলি করছে৷ অতএব চুলকানির ওষুধ দেয়ার সময় এসেছে, ১৫ বছর অনেক হইছে আর না৷

তার এমন শেয়ার করা পোস্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একই সাথে সারা ফেলেছে ফেসবুক ব্যবহারকারীদের কাছে।