আজ রবিবার সকাল ১০:১১, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
শায়খ আহমাদুল্লাহ জানান,তিনি জার্মানির মসজিদে মহিলা ইমাম দেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন
মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় বসে নামাজ পড়া উত্তম।
মহান আল্লাহ তালা বলেন, আল্লাহর বান্দীরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসায় বসে নামাজ পড়া বেশি উত্তম, কারণ নবী (সাঃ) চাইতেন তারা যেন বাসায় নামাজ পড়ে। মসজিদে দ্বীনি কোন অনুষ্ঠান যদি থাকে এবং তা যদি ফেতনা মুক্ত হয় তাহলে যেন তারা মসজিদে আসে তাও পর্দার আড়ালে থেকে।
আর শহরের মসজিদে অবশ্যই মহিলাদের নামাজ পড়ার যায়গা থাকা দরকার কারন বিভিন্ন প্রয়োজনে যেমন ডাক্তার দেখানো ইত্যাদি সময়ে তারা যেন নামাজ পড়তে পারে। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম।
কিন্তু বর্তমানে নারীরা বিভিন্ন প্রয়োজন এ বাসার বাহিরে অবস্থান করছে, এখন তাদের বাসায় ছাড়া অন্য কোথাও নামাজের অনুমতি না দিলে তারা সময়মতো নামাজ পড়তে পারবে না, নামাজ কাজা হবে। তাই শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের ভারসাম্য শিখতে হবে। মহিলাদের জন্য আলাদা মসজিদ করার কোন দৃষ্টান্ত শরিয়তে নেই। এটি একটি ফিতনা।