আজ সোমবার ভোর ৫:১৪, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের কথা তুলে ধরেন।
তার পোস্টে তিনি লেখেন, “আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? ৩ মাসের একটি বাচ্চা!”
সারজিস আলম জানান, এক অসীম সাহসী মা ৩ মাসের গর্ভে সন্তান নিয়ে নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করতেন। ৫ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে কোমরে লাঠি দিয়ে আঘাত করে। সেই আঘাতে তার মাতৃত্ব চিরতরে শেষ হয়ে যায়।
সারজিস আরও লেখেন, “বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটাবার বললেন না— ‘ভাইয়া, আমিও শহীদের মা।’”
তিনি এই শহীদের নামকরণ করেন “শহীদ মুহাম্মদ”, যেটি তার মা মনের মধ্যে ঠিক করেছিলেন। রাজশাহী নয়, গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে তিনি “শহীদ মুহাম্মদ”কে স্মরণ করেন।