আজ বৃহস্পতিবার সকাল ৯:৪০, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতিকে অবৈধ বলে যে মন্তব্য করলেন সাঈদী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫ , ১০:৩৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

রাষ্ট্রপতিকে উল্লেখ করে, চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না এমন মন্তব্য করেন মাসুদ সাঈদী।

তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত মাজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।

তিনি আরও বলেন, কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? আওয়ামী শাসন আমলে বিচারপতি চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।

এটিএম আজহারের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমার তো মনে হয়, ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। ঠিক, আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি।

নিজেদের অধিকারের কথা তুলে তিনি বলেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। মেহেরবানী করে আমাদের ধৈর্য চ্যুতি ঘটাবেন না। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি। কারো দয়ায় আমরা চাইও না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব।