আজ সোমবার রাত ২:১২, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
আলোচিত সাংবাদিক ও সম্পাদক মাহমুদুর রহমানের এক পুরনো মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাদিকুর রহমান খান। সাদিকুর উল্লেখ করেন ২০১৮ সালে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাহমুদুর বলেছিলেন, “বাংলাদেশের জন্য প্রয়োজনে জীবন দেব, তোরা সব দিল্লির কুকুর।”
কার উদ্দেশে বলেছিলেন এই কথা?
তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু রাজনৈতিক গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করেই মাহমুদুর রহমান এই বক্তব্য দেন বলে ধারণা করা হয়। সে সময় তিনি ভারতের হস্তক্ষেপ, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাব নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছিলেন।
বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্বে ভারতীয় প্রভাব এবং ক্ষমতাসীন দলের সঙ্গে দিল্লির ঘনিষ্ঠতার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ।
পুনরায় আলোচনায় আসার কারণ
সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে মাহমুদুর রহমান একুশে পদক গ্রহণ করায় তার অতীতের এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।