আজ বৃহস্পতিবার দুপুর ১২:৪৭, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের কয়েক স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (শনিবার) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল (রবিবার) দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা আবারো বাড়তে পারে।