আজ বুধবার রাত ৯:২৮, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি
ঢাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গুলশান, মহাখালী, মানিকমিয়া এভিনিউ, মতিঝিল ও যাত্রাবাড়ীসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই তল্লাশি চলেছে।
এ সময়, র্যাব সদস্যরা বিভিন্ন ধরনের যানবাহন যেমন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা করেন এবং তল্লাশি চালান। পাশাপাশি সড়কে চলাচলরত ব্যক্তিদের গন্তব্য এবং কোথা থেকে যাচ্ছেন তার কারণও জানতে চান।
এছাড়া, র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান শনিবার রাতেই তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
র্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান জানান, রাজধানীসহ সারা দেশে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে গ্রেফতার অভিযান আরো জোরদার করা হয়েছে। ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে নগরীসহ দেশজুড়ে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে জানানোর অনুরোধও করেন তিনি।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি।