আজ সোমবার রাত ৪:২১, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড সাদিক কায়েম!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ১১:০৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জাতীয়

ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক সাংবাদিক জুলকারনাইন সায়েরের চার খণ্ডের একটি ফেসবুক পোস্ট চারদিকে তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে তিনি আন্দোলনের ২৭ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহ বর্ণনা করেছেন। আর সেই ইতিহাসের মধ্যমণি হয়ে আছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি সাদিক কায়েম।

জুলাই আন্দোলনে সাদিকের কার্যক্রম হার মানায় হলিউডের থ্রিলার সিনেমাকেও। পুরো আন্দোলনকে যিনি এক সুতোয় গেঁথে রেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।সবাই যখন ক্লান্ত, আন্দোলন যখন স্তিমিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল ঠিক তখন সাদিক খান বলেছিলেন, শেষ নিঃশ্বাস থাকা অবধি আন্দোলন চালিয়ে যাবেন তিনি। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত ছিলেন শিবিরের সাদিক কায়েম।

সায়েরের বর্ণনা করা ইতিহাস শুনে সবাই এখন বলছেন সাদিকই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আসল মাস্টারমাইন্ড। সাদিক সব সমন্বয়কের আসল সমন্বয়ক। তিনি আমাদের ইমাম। এই জাতি সারাজীবন সাদিক এর প্রতি কৃতজ্ঞ থাকবে।

জুলকার নাইন এর ঘটনা সামনে আসার পর  অনেকেই এখন বলছেন, যদি কাউকে মাস্টারমাইন্ড খেতাব দেওয়া হয় তবে সেটা সাদিক। সাদিকই মাস্টারমাইন্ড পাবার যোগ্য।

সায়েরের পোস্ট ও আরো অন্যান্য তথ্যের মাধ্যমে জানা যায়,জুলাই আন্দোলনে, প্রথম সারির আন্দোলনকারীদের সমস্ত অ্যাম্বুল্যান্সে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আন্দোলনের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ সব সর্বোচ্চে চেষ্টা দিয়ে সামলিয়েছেন সাদিক।আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয় করা প্রায় সবাই কোনও না কোনও সময় এক দফা দাবি দিতে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন, ছিলেন অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে।  সাদিক তখন দৃঢ় বিশ্বাস নিয়ে অটল ছিলেন। পতন ঘটিয়েছেন শেখ হাসিনা মতো স্বৈরাচারকে।